গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ইউপি সদস্যকে হুমকি ও আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলাম পারভেজের উপর গত (১৯ অক্টোবর) সকালে শফিকুল ইসলাম আসাদ মাঝি কর্তৃক হুমকি এবং সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা সাহেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহষ্পতিবার সকালে উপজেলার কপালেশ্বর বাজারে এ মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।
সিংহশ্রী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলাম পারভেজ জানান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ডাক্তার দেখানোর পরে বাড়িতে আসার সময় হাসপাতাল গেইটে আসাদ মাঝির সাথে দেখা হলে তিনি আমাকে নানা বিষয়ে জানতে চাই। একপর্যায়ে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে সময় সুযোগমত প্রাণনাশের হুমকি দেন।
অপরদিকে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আছমা বেগমের উপর। তিনি নির্যাতন ও মারধরের অভিযোগ এনে মিথ্যা ঘটনা ছড়িয়ে বেড়াচ্ছে বলে আ.লীগ নেতা সাহেল মন্তব্য করেন।
এ সময় বক্তব্য রাখেন সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাল উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মহর আলী প্রধান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি এমদাদুল হক পালোয়ান প্রমূখ।
শফিকুল ইসলাম আসাদ মাঝি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাহিরে দোকান থেকে পানি আনতে যাই। পরে আমাদের মেম্বারকে হাসপাতাল গেইটে দেখতে পাই। তার সাথে কোন প্রকার ঝগড়া বা মারামারি হয়নি।