গাজীপুর প্রতিনিধি:’নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ জুলাই) সকাল ১০টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন।
আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন।
সভায় উপজেলার ৪০জন মৎস্য চাষী, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সকলকে সবোর্চ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।