নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন, ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুরে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ সদস্য পদে ১৬ই মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, গাজীপুর সদর উপজেলা ৩ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ১৬ই মার্চ ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ার।
তিনি আরো জানান, ২৪ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারন সদস্য পদের ইচ্ছুক প্রার্থীদের কাছে গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ৩ টি ইউনিয়নেই ইভিএমের মাধ্যমে আগামী ১৬মার্চ ভোট গ্রহণ করা হবে।
#####