মোহাম্মদ ওসামা, গাজীপুর প্রতিনিধিঃ
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে সামনে নিয়ে সারাদেশের ন্যায় গাজীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যেগে শনিবার বেলা এগারোটায় মাওনা উড়াল সেতুর নিচে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, শ্রমিকলীগ নেতা মজিবুর রহমান,গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার আবুল কালাম,সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন দুলাল, ভোরের সময় স্টাফ রিপোর্টার ইকবাল, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, আমার সংবাদ এর জহিরুল ইসলাম, বাংলাদেশ টুডে পত্রিকার রাজিব প্রধানসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক এবং চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস সভাপতির বক্তব্যে বলেন, পুলিশী কার্যক্রম সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশের বিকল্প নেই। মাদক নির্মূলসহ সকল অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।, একার পক্ষে শতভাগ মাদক নির্মূল সম্ভব নয়, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূলে এগিয়ে আসার আহবান জানান। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।