মোহাম্মদ ওসামা, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্তর্ভুক্ত মাদ্রাসা গুলোকে নাজমুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী নাজমুল হুদা এর অনুদান প্রধান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা এগারোটায় শ্রীপুরের নাজমুল ড্রিম হাউসে অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্তর্ভুক্ত ২০১টি কওমী মাদ্রাসায় নগদ পাঁচ হাজার টাকা করে মোট দশ লাখ পাঁচ হাজার টাকা নাজমুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী নাজমুল হুদা নগদ অনুদান প্রধান করেন।
উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে বেফাকুল মাদারিস শ্রীপুরের প্রধান উপদেষ্টা মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন রশিদ ফরিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল কওমি মাদ্রাসার প্রধানগণসহ আলেম ওলামা মাশায়েখগন।