নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আয়োজনে বিজয় দিবস উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটের সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শ্রীপুর জোন) উপ-ব্যবস্থাপক রফিকুল আজাদ রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, দৈনিক ভোরের চেতনা’র সহ-সম্পাদক হাদিউল আলম মোড়ল, সাংবাদিক ও শিক্ষক সোলায়মান মোহাম্মদ, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, যমুনা টিভি’র হোসেন আলী বাবু, শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর শাখার সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক শেখ জসিম, শ্রীপুর সাংবাদিক সমিতির কার্য্যনির্বাহী সদস্য কবির মৃধা, শ্রীপুর সাংবাদিক সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুল কবির মাসুদ, ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সাঈদ, শ্রীপুর সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ ওসামা,গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম, রোমান মিয়া, ।
আলোচনাসভা শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
#####