আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ।। Sangbad today সংবাদ টুডে।।

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে জাফরউল্লা(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২১আগস্ট ২০২৩) রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পূর্ব থানা এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত জাফরউল্লা(২৭) ফেনী সদর থানার উত্তরকদি করুচিয়া গ্রামের করমউল্লার ছেলে। সে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের কালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক এ আর এম আল মামুন, এসআই অভিজিত ভৌমিক, এএসআই সুবোধ চন্দ্র রায় শুভ, এএসআই (নিঃ)/ মোঃ মোবারক হোসেন, এএসআই মামুন হাসান ফোর্সসহ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর বৌ বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আরিচপুর জোড়া খাম্বা নদীর পাড়ে মাদক বেচাকেনা করা কালে জাফরউল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ