বার্তা ডেক্স:
মাত্র ৩৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলার ব্রাই ওয়াট মারা গেছেন। ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) চিফ কনটেস্ট অফিসার পাউল লেভাসকু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ওয়াটের মৃত্যুর খবর দিয়ে লেভাসকু লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ডব্লিউডব্লিউই-এর হল অব ফ্রেমে জায়গা পাওয়া মাইক রটুনদার ফোন পেলাম। তিনি জানিয়েছেন উইনধাম রটুনদা আর নেই। আজ সকালের (স্থানীয় সময়) দিকে তিনি মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের সহবেদনা এবং সকলকে এই মুহূর্তে গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।
২০০৯ সালে রেসলিং শুরু করা ওয়াটের প্রকৃত নাম উইনধাম রটুনদা। বেশ কিছুদিন থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। যার কারণে কয়েক মাস তিনি ছিলেন রেসলিং ইন্টারটেইনমেন্টের বাইরেও।
Leave a Reply