আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাইবার নিরাপত্তা আইনের ২০২৩ চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, তাতে ডিজিটাল সিকিউরিটি আইনের (ডিএসএ) নাম পরিবর্তন করে কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। জামিনের বিধান ছিল না এমন কিছু ধারা জামিনযোগ্য করার পাশাপাশি কমানো হয়েছে সাজার মেয়াদ।

এর আগে, গেল ৭ আগস্ট সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এরপর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ডিএসএ’র নাম পরিবর্তন এবং বেশ কিছু ধারা সংশোধন করে আইনটি করা হচ্ছে।

ওই সময় সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় মোট ৬টি ধারা অজামিনযোগ্য ছিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সেই খসড়াটি আবার সংশোধন করে আরও ২টি ধারা জামিনযোগ্য করার প্রস্তাব দেয়। তাতে মন্ত্রিসভাও সম্মতি দেয়। আর তাতে বহুল আলোচিত আইনটির অজামিনযোগ্য ধারা থাকলো ৪টি।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ