নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী বউবাজার এলাকায় আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে আবু তাহের (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে নয়শত নব্বই পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সোমবার (২৮আগস্ট ২০২৩) রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবু তাহের (৬৪) নোয়াখালী জেলা সুবর্ণচর থানার আনসার মিয়ার হাট এলাকার মৃত জবিউল হোসেনের ছেলে। সে ঢাকা মহানগরের উত্তর যাত্রাবাড়ী বউ বাজার এলাকায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ সূত্রে জানা যায়,
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম, সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ভূঞা, পুলিশ পরিদর্শক এ আর এম আল মামুন, এসআই সজিব খান, এএসআই সুবোধ চন্দ্র রায় শুভ, এএসআই মামুন হাসান ও ফোর্সসহ ঢাকা মহানগর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী বউবাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে আবু তাহের নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৯০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply