আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জুতার দুর্গন্ধ যে ভাবে দূর করতে পারবেন?

বার্তা ডেস্ক:

পা ঘেমে বিশ্রী গন্ধ হয়ে যায় জুতায়। জুতা খুললেই বিব্রত হতে হয় গন্ধে, ঘামের কারণে জন্মানো ব্যাকটেরিয়াই এই দুর্গন্ধের মূল কারণ। আবার বৃষ্টির সময় ঠিক মতো জুতা না শুকানোর কারণেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। জুতার দুর্গন্ধ দূর করার জন্য প্রয়োজনীয় কিছু টিপস জেনে নিন।

শুকনা টি ব্যাগ সারারাত রেখে দিন জুতা মধ্যে। পরদিন দেখুন দুর্গন্ধ বেমালুম গায়েব!
জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে।। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ দূর হবে জুতার।
জুতার ভেতরে ছিটিয়ে দিতে পারেন খানিকটা বেকিং সোডা। বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। এতে করে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং পায়ে বিশ্রী দুর্গন্ধ হওয়ার সমস্যা আর থাকে না।
স্নিকার দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।
জুতা সবসময় শুষ্ক স্থানে রাখুন। তবে পর্যাপ্ত বাতাস যেন চলাচল করে সেখানে।
জুতা, মোজা ও ইনসোল নিয়মিত ধুয়ে রোদে শুকিয়ে নেবেন।
পরার আগে মোজার মধ্যে সামান্য বেবি পাউডার ছিটিয়ে দিতে পারেন।
কমলার খোসা টুকরো করে জুতার মধ্যে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।
এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।
রোজ বাড়িতে ফিরে সামান্য উষ্ণ পানিতে লবণ মিশিয়ে অন্তত পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।
বৃষ্টিতে জুতা ভিজে গেলে খবরের কাগজ গোল করে জুতার ভেতর ঢুকিয়ে দিন। এতে পানি দ্রুত শুকিয়ে যাবে। বর্ষার সময় চেষ্টা করুন কয়েক সেট জুতা রাখতে, যেন একটি ভিজে গেলে অন্যটি ব্যবহার করতে পারেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ