আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইসলামীআন্দোলন শ্রীপুর উপজেলা শাখার তৃনমুল সম্মেলন

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে তৃনমূল প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৩টায়
মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ সম্মেলেন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সেক্রেটরী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি হাফেজ মাও. নাসির উদ্দীন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক (মাজিদুল)।

এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা সভাপতি  হাফেজ মাওলানা রহমত উল্লাহ, মাওলানা আইয়ুব আলী নূরানী, মুফতি ইসমত আলী আশিকী, এবং শ্রীপুর উপজেলা সহ-সভাপতি মুফতি মামুন, জয়েন সেক্রেটারি তোফায়েল আহমদ আব্দুল মালেক প্রমূখ।

এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ