নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আলম মিয়ার (৫৫) মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পর মারা গেলেন বড় ভাই দুলাল মিয়া (৬২)।
রোববার (৩ সেপ্টেম্বর) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইভাই মধুয়াকোনা গ্রামের মৃত আসরাফ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ এলাকায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলম মিয়া।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার চিকিৎসক শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা যান তিনি।
এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই দুলাল মিয়া সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা।
নিহতদের ভাগিনা এরশাদ হোসেন জানান, সকালে বাড়ির উঠানে সবার সঙ্গেই চেয়ারে বসে ছিলেন তার মামা দুলাল মিয়া। হঠাৎ চেয়ার থেকে পড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কোনো কথাই বলতে পারেননি।
ইউপি সদস্য মোকছেদুল হক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থেকে ভোর রাতে ছোট ভাই মারা যায়। সকালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইও মারা গেছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছোট ভাইয়ের মরদেহ আনা হচ্ছে। একসঙ্গে দাফন সম্পন্ন হবে।
Leave a Reply