গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার জামতলা উত্তরপাড়া গাজীপুরা এলাকা হতে চার বোতল বিদেশী মদ এবং আশি পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহিম নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গত (০৪সেপ্টেম্বর ২০২৩) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের টঙ্গী পূর্ব থানার জামতলা উত্তরপাড়া গাজীপুরা এলাকায় কোম্পানী কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহীম (৪৫), নামে এক মাদক ব্যবসায়ীকে চার বোতল বিদেশী মদ ও আশি পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় খুচরা/পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply