গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) পৌর এলাকার উজিলাব গ্রামের কিতাব আলীর বাড়ির সামনে ন্যাশনাল পোল্ট্রি-ভাংনাহাটি গ্রামীণ সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে এ লাশ পাওয়া গেছে। নিহত মো. হৃদয় (২৮) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নঈম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে শিশুরা মক্তবে যাওয়ার পথে লাশ দেখে চিৎকার করতে থাকে। পরে এলাকার লোকজন গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, রাতের আঁধারে এর আগেও কেওয়া এলাকায় ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ গ্রাহকরা। পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে তাদের অর্থ গুণতে হয়েছে।
শ্রীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. রফিকুল আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। যত দূর জানতে পেরেছি, তিনটি ট্রান্সফরমারের ভেতরের সকল মালামাল খুলে নিয়েছে চোরেরা। সম্প্রতি উপজেলায় প্রতিনিয়ত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply