নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর শঙ্কা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ইসি রাশেদা সুলতানা জ্বর ও ঠান্ডাজনিত রোগে ভুগছেন। এ ছাড়া কমিশনারের প্লাটিলেট কমে যাচ্ছে। গতকাল বুধবার তাঁর প্লাটিলেট ১ লাখ ২০ হাজার ছিল। আজকে বৃহস্পতিবার সেটি ১ লাখের নিচে নেমে এসেছে।
নির্বাচন কমিশনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হলেও পরীক্ষায় তা ধরা পড়েনি বলে জানা গেছে।
Leave a Reply