গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে বগুড়া সদর থানার দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত সৈয়দ মিলন মিয়া (৪২) নামে দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১।
রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) রাত সোয়া নয়টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সাজা পরোয়ানা ভুক্ত পলাতাক আসামী সৈয়দ মিলন মিয়া বগুড়া সদর থানার শাহাপাড়া নিশিন্দা এলাকার শাহজাহান আলী (দুদু মিয়া)’র ছেলে। গাজীপুরে শ্রীপুরের নয়নপুর এলাকায় বসবাস করে আসছিল।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসিন আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply