আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্রীপুরে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে ধারণ ক্ষমতার অতিরিক্ত বালি বুঝাই ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫জনকে ১৮হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার গুন্ডিগড় রেল ক্রসিং এর পাশে শ্রীপুর – বরমী আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার টেংরা এলাকার আবুল কাশেমের ছেলে শাহ জাহান (৩৫), টেপির বাড়ী এলাকার সিদ্দিকের ছেলে রানা (২৮), নান্দিয়াসাঙ্গুন এলাকার আব্দুল আউয়ালের ছেলে আনিসুর রহমান (৪৮),  জামালপুরের মেলান্দহ উপজেলার মহির উদ্দিনের ছেলে সোহেল (৩২) ও ইসলামপুর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে মো: বাবু ২৪)।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো: আল মামুন বলেন,  উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে ৩৫০/৪০০ ঘনফুটের অধিক বালি বা পাথর বুঝাই ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের সুযোগ নেই। প্রথমবার তাদেরকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। এই সড়কে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
####

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ