গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া হতে একশত কেজি গাঁজা যাহার মূল্য অনুমান বারো লক্ষ টাকার গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে র্যাব-১, ব্যাটালিয়ন সদরের মেজর মাসুদ হায়দার এবং গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাপলা চামুরখী চেরাগ আলী এলাকা হতে একশত কেজি গাঁজা যাহার মূল্য অনুমান বারো লক্ষ টাকাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর দামকুড়া থানার হরিপুর কলোনির আব্দুল হালিমের ছেলে হৃদয় আলী(২৩), একই জেলার চন্দ্রিমা থানার মেহের চন্দ্রিপাড়া এলাকার বাক্কার আলীর ছেলে ফারুক ওরফে বাপ্পি(২৫), এবং একই জেলার পবা থানার বড় আমগাছি এলাকার হাসান আলীর ছেলে সবুজ আলী(২০)।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি ট্রাকে (যার রেজিঃ ঢাকা মেট্টো-ট-১২-১১৩৭) করে গাঁজার বড় একটা চালান গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১, ব্যাটালিয়ন সদরের মেজর মাসুদ হায়দার, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএম(সেবা), পদাতিক ও র্যাব-১,
ব্যাটালিয়ন সদর এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা এবং অত্র ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সহ র্যাব-১ এর একটি চৌকস দল গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী মার্কেট সাকিনস্থ আঃ মজিদ উদ্দিন এর মুদি দোকানের সামনে কালিগঞ্জ টু কাপাসিয়া গামী সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
#####
Leave a Reply