আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্রীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজিকে হত্যা! চাচা ও বাবা গ্রেফতার

শ্রীপুর, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ভাতিজী শিশু ফাতিহাকে উপর্যুপরি লাঠির আঘাতে হত্যার মূল আসামি চাচা মোক্তার শেখ এবং পিতা সাত্তার শেখকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

কাওরাইদের হয়দেবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম  জানান, গতকাল কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় শিশু ফাতিহার মৃত্যু হয়।  ঘটনার বিবরণে প্রকাশ পায় প্রতিপক্ষকে ফাসানোর জন্য শিশু ফাতিহা(২)’র চাচা মোক্তার শেখ(৩২) কাঠের বাটাম দিয়ে শিশু ফাতিহাকে ও তার মাকে মাথায় উপর্যুপরি আঘাত করিলে তারা গুরুতর আহত হয়।  ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে শিশু ফাতিহা সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা কুলসুম(২২) বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর ২০২৩ইং শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম প্রকৃত রহস্য উদঘাটনপূর্বক শিশুটির পিতা সাত্তার শেখ ও চাচা মোক্তার শেখদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
######

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ