আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভাটারা থানা এলাকায় গাজাঁ ও ইয়াবাসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগরের ভাটারা থানার কোকাকোলা ফাসেরটেক বালুরমাঠ সৎলগ্ন এলকায় আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৫০গ্রাম গাঁজা এবং ১০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (০২অক্টোবর ২০২৩) দুপুর দেড়টার দিকে ভাটারা থানা এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন (২৩), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার শিবনগর এলাকার জয়নাল আবদিনের ছেলে, এবং মোছাঃ সেফালী আক্তার (২৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শিমরাই এলাকার শব্দর আলীর ছেলে। এরা ভাটারা থানার কোকাকোলা ফাসেরটেক বালুর মাঠ হারুনের বাড়ির ভাড়াটিয়া।

আর্ম পুলিশ সূত্রে জানা যায়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন,সহকারী পুলিশ সুপার আবু জাফর, পুলিশ পরিদর্শক এ আর এম আল মামুন, এসআই রাকিবুল হাসান, এএসআই সুবোভ চন্দ্র রায় শুভ এবং এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মহানগরের ভাটারা থানার কোকাকোলা ফাসেরটেক বালুরমাঠ সৎলগ্ন এলকায় আর্ম পুলিশ ব্যাটালিয়ান-৫ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৫০গ্রাম গাঁজা ১০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাটারা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা এবং২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ