গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-মংস মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিতাসুর রহমান নামে মোটরসাইকেল আরোহী নিহত।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বসে মহাসড়কে দুর্ঘটনা ঘটে
নিহত তিতাসুর রহমান গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতোফা গ্রামের আতাউর রহমানের ছেলে, সে ফ্রেশ সিমেন্ট কারখানার বিক্রয় কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়।
গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি সিমেন্ট ব্যবসায়ী সুমন জানান, মাওনা চৌরাস্তা থেকে মেম্বারবাড়ী আমার দোকানে আসার পথে বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় ফ্রেশ সিমেন্টের বিক্রয় কর্মী তিতাসুর রহমান।
সালনা হাইওয়ে থানার আইসি এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী তিতাসুর রহমান(৩৫)’র ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#####
Leave a Reply