আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুরে সদর উপজেলায় কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে জুয়েল সরকার (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর ) রাতে কিশোরীর বড় ভাই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত জুয়েল সরকার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্বপাড়া এলাকার রফিকের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ এবং ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্র জানা যায়, একই বাড়িতে পাশের রুমে ভাড়াটিয়া হিসাবে বসবাস করার সুবাধে বিবাদী দীর্ঘদিন যাবৎ কিশোরীকে প্রেমের প্রস্তাব সহ কুপ্রস্তাব দিয়ে  আসছিল। একপর্যায়ে বিবাদী কিশোরীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক করিতে থাকে। গত সোমবার কিশোরী বড় ভাই ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে চলে যান। পরে বিবাদী  ঘরের ভিতর কিশোরীকে একা পেয়ে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী তার ভাবীকে বিষয়টি জানালে তার ভাবি তার বড় ভাইকে বিস্তারীত ঘটনা জানায়। পরে ওই কিশোরীর বড় ভাই বাদি হয়ে জয়দেবপুর থানায়  মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় জুয়েল সরকারকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

১২.১০.২০২৩

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ