রফিকুল ইসলাম মিন্টু, মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির সময় কৃষক হয়েছে গুলিবিদ্ধ! এ সরকার করেছে আত্মনিয়োগ। মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি কালকিনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষকদের কারনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে বিদেশে শেখ হাসিনা প্রতিনিধিত্ব করছেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মিল্টন বিশ্বাস, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার মো: লোকমান হোসেন, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার সহ আরও অনেকেই।
অনুষ্ঠান শেষে এ প্রণোদনার আওতায় ৬৩৮০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ।
Leave a Reply